• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সৌদি আরবের সাথে বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে প্রবাসীরা

প্রতীকী ছবি

সারা দেশ

সৌদি আরবের সাথে বিমান যোগাযোগ বন্ধ হওয়ায় বিপাকে প্রবাসীরা

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ ২০২০

করোনা আতংকে দিনদিন স্থবির হয়ে পড়ছে জাতীয় এবং আন্তর্জাতিক যোগাযোগ সহ ব্যবসা বানিজ্য। এর প্রভাবে নিত্যপণ্য সহ আরো বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে গতকাল সৌদি আরব আনুষ্টানিক ভাবে বাংলাদেশ সহ সব দেশের সাথে বিমানযোগাযোগ বন্ধ করে দিয়েছে এতে চরম সংকটে পড়েছে সৌদি আরব থেকে ছুটিতে আসা বাংলাদেশিরা। এর মধ্যে কক্সবাজারের অন্তত ৫০০ জন আছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গতকাল সৌদির সাথে বিমানযোগাযোগ বন্ধ হওয়ায় অনেককে বিমান অফিসে গিয়ে কান্না করতেও দেখা গেছে।

সৌদি আরবের মক্কায় অবস্থানরত কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঘাটকুলিয়াপাড়ার হাজী দানু মিয়া জানান, আমার পরিবার ৬ মাসের জন্য বাংলাদেশে ছুটিতে গেছে। সেখানে আমার স্ত্রী, কন্যা এবং সন্তান আছে তাদের আগামী ২১ মার্চ ফিরে আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে বিমান অফিস থেকে জানতে পারলাম সৌদি সরকার বাংলাদেশ সহ সব দেশের সাথে বিমানযোগাযোগ বন্ধ করে দিয়েছে। সেকারনে তারা আর সৌদিতে আসতে পারছেনা। এতে আমার পুরু পরিবার খুবই চিন্তার মধ্যে আছে কারন ২৮ মার্চ ভিসার ছুটির মেয়াদ শেষ হবে এর মধ্যে নিয়ম অনুযায়ী সৌদিতে ঢুকতে না পারলে ভিসা বাতিল হবে।

রামু জোয়ারিয়া নালা এলাকার আবদুল রহিম বলেণ,আমি সৌদি আরবের হামিস শহরে দোকানে কাজ করি। ৩ বছর পর ছুটিতে এসেছিলাম ৩ মাস আগে ছুটিতে দেশে এসেছিলাম। এখন যেতে চাইছি কিন্তু যেতে পারছিনা। এখন আমি সহ পুরু পরিবার খুবই চিন্তায় আছি আদৌ সৌদি আরবে ঢুকতে পারবো কিনা। আর কোন কারনে ঢুকতে না পারলে আমাকে পথে বসা ছাড়া কোন উপায় থাকবেনা।

এদিকে বাংলাদেশ বিমান ঢাকা অফিসের কর্মকর্তা মাহবুব আলম বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকের কারনে বহুদেশ এর আগে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল সর্বশেষ ১৪ মার্চ থেকে সৌদি আরব থেকে বিমানযোগাযোগ বন্ধ করেছে। সৌদি সরকারের একটি প্রজ্ঞাপন থেকে জানা গেছে ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সব ধরনের বিমান যোগযোগ বন্ধ থাকবে। তিনি জানান আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি করোনা ভাইরাসের কারনে যাদের ভিসানষ্ট হবে বা কোন সমস্যা হবে সরকার তাদের ভিসার মেয়াদ বাড়িয়ে দেবে। শুধু সৌদি আরব নয় জাপান সহ অনেক দেশে যেতে না পেরে আটকে পড়েছে অনেক প্রবাসী।

চকরিয়া শাহারবিল এলাকার আনোয়ারুল ইসলাম বলেন,আমি জাপানে থাকি দীর্ঘ ৭ বছর পর ছুটিতে দেশে এসে এখন আর যেতে পারছিনা সেখানে আমি একটি মোবাইল কোম্পানীতে কাজ করতাম। তবে এখন যথা সময়ে যেতে না পারলে কিহবে কিছুই বুঝতে পারছিনা।

এদিকে করোনা ভাইরাসের প্রভাবে বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে বলে জানান ঠিকাদার জসিম উদ্দিন, তিনি বলেন,আমরা বিভিন্ন দপ্তরে ঠিকাদারী কাজ করি সেখানে চাইনা সহ অনেক দেশের মালামাল লাগে সে কিন্তু ৬ মাস আগের টেন্ডারে মালামালের যে দাম ধরা ছিল এখন অনেক সিরামিক বা বাথরুম ফিটিংস এর দাম বাড়তি। বিশেষ করে চাইনা কোন মালামাল পাওয়াই যাচ্ছেনা। এছাড়া রট সিমেন্টের দামও বেড়েছে বলে জানান তিনি।

এদিকে কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান বলেন,কক্সবাজারে করোনার প্রভাব বিস্তার রোধে আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। আল্লাহর রহমতে এখনো কোন করোনা আক্রান্ত সনাক্ত করা হয়নি। তিনি বলেন, কেউ বিদেশ থেকে আসলে কোন ভাবেই নির্ধারিত আইসোলেশন সেন্টারে থাকতে হবে। এবং অবশ্যই কমপক্ষে ১৫দিন ঘরে থাকতে হবে। আর সরকারের পক্ষ থেকে করোনা বিস্তার এবং প্রভাব ঠেকাতে সব ধরনের কাজ করে যাচ্ছে। এ সময় তিনি ব্যাক্তি পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকার জন্য সবার প্রতি আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads