• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আতাউল গনি ও অন্যনান্যরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

  • মো. মনিরুল ইসলাম মনির, মেহেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

৩১ বার তোপধ্বনি ও পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী।

আজ মঙ্গলবার সুর্যোদয়ের সাথে-সাথে মেহেরপুর কালেক্টর চত্বরে, গাংনী ও মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ অন্যান্য প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়াও নিজ নিজ প্রশাসনের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর চেয়ারম্যান মাহফিজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও মুজিববর্ষ পালন উপলক্ষ্যে সরকারি ও বেসরকারী বিভিন্ন ভবনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads