• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দুই মাস স্থগিত

সংগৃহীত ছবি

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দুই মাস স্থগিত

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে দেশের সব ধরনের ক্রিকেট দুই মাস স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিএসএ।

এক জায়গায় একশ জনের বেশি মানুষের জমায়েত আগেই নিষিদ্ধ করেছিল দক্ষিণ আফ্রিকা সরকার। স্পোর্টস ইভেন্টগুলো এই সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছিল। সেই কারণেই সিএসএ‘র এমন সিদ্ধান্ত।

এই সিদ্ধান্তের ফলে দেশটির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তি ওয়ানডে কাপ ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চার দিনের টুর্নামেন্ট অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল। ওয়ানডে কাপের কেবল সেমিফাইনাল আর ফাইনাল বাকি ছিল। আর চার দিনের টুর্নামেন্টে মাত্র দুটি রাউন্ড বাকি ছিল। 

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তাদের দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এই মুহূর্তে প্রায় সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিত আছে। প্রায় সব ধরনের ঘরোয়া জনপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোও স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads