• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
গুরুদাসপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গুরুদাসপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

  • গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার সূর্যোদয়েরর সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের অয়োজনে একশত বার তোপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়।

ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। এসময় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, মুক্তিযোদ্ধা, থানা পুলিশের সদস্য, সাংবাদিকগণসহ নানা শ্রেনীপেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এদিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের টাকায় নাটোরের গুরুদাসপুরে প্রথম কিস্তিতে ১৯ভিক্ষুককে দুটি করে ছাগল দেয়া হয়েছে। দ্বিতীয় কিস্তিতেও আরো ১৯জন ভিক্ষুককে অনুরুপভাবে ছাগল সহায়তা দেয়া হবে বলেও জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ওই ছাগল প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও ইউএনও মো. তমাল হোসেন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads