• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সেনবাগে প্রশাসনের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে প্রশাসনের উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

নোয়াখালীর সেনবাগে করোনা সতর্ককতা ও দেশব্যাপী লকডাউনের কারণে কর্মহীণ হয়ে পড়া অসহায় এবং দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মনন্ত্রালয় এবং সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে ওই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বিতরণ কাজের উদ্ভোদন করেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ক্ষেমালিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, মহিলা বিষয়ক কর্মকর্তা সফি উল্লা, ছাতার পাইয়া ইউনিয়নের চেয়রম্যান আবদুর রহমান, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান বেলাল ভূইয়া, ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা ও কর্মচারীরা।

এসময় নির্বাহী অফিসার তার সহকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার জানান, করোনা ভাইরাস বাংলাদেশও ছড়িয়ে পড়েছে। তাই করোনার সংক্রামণ ঠেকানোর জন্য সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। এই কারণে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাই সরকার ওই মানুষগুলোর কথা চিন্তা করে চাল, ডাল, তেল, আলু, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে আরো ত্রান সামগ্রী বিতরণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads