• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
লৌহজংয়ে বেদেদের মাঝে উত্তরণ ফাউণ্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লৌহজংয়ে বেদেদের মাঝে উত্তরণ ফাউণ্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

করোনা দুর্যোগ মোকাবিলায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উত্তরণ ফাউণ্ডেশন। প্রধান অতিথি হিসেবে স্থানীয় বেদেদের মাঝে খাদ্য সামগ্রী তুলেদেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান বিপিএম। বুধবার দুপুরে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পারটেক্স গ্রুপের আর্থিক সহযোগিতায়, উত্তরণ ফাউণ্ডশনের বাস্তবায়নে ও জেলা পুলিশের আয়োজনে স্থানীয় বেদেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বিপিএম-এর সভাপতিত্বে ও লৌহজং থানার ওসি আলমগীর হোসাইনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জিহাদ উল কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জায়েদুল আলম পিপিএম, সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিশিষ্ট অভিনেত্রী মোমেনা চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ ৫৫০টি দরিদ্র বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি পিঁয়াজ বিতরণ করা হয়।

পরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমে ৪৫০টি বেদে পরিবারের মাঝেও একই পরিমাণ খাদ্য সামগ্রী বিতরণ করেন উল্লেখিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads