• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
করোনা ঠেকাতে শিমুলিয়া ঘাটে জীবাণুনাশক স্প্রে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

করোনা ঠেকাতে শিমুলিয়া ঘাটে জীবাণুনাশক স্প্রে

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার শিমুলিয়াঘাটের বিভিন্ন স্থানে বুধবার সকালে নৌপুলিশের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ঢাকা অঞ্চলের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলামের নেতৃত্বে নৌপুলিশের একটি টিম শিমুলিয়ার লঞ্চঘাট, সি-বোটঘাটসহ চারটি ফেরিঘাটে মেশিনের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে করেন।

এ সময় ফেরিঘাটে পারাপাররত যানবাহনে স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করে এবং চলক ও যাত্রীদের হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন নৌ-পুলিশের পুলিশ সুপার হুমায়ুন কবির, এএসপি আবুল কালাম আজাদ, আনিসুর রহমান ও মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ পুলিশ পরিদর্শক মো. সিরাজুল কবিরসহ নৌপুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads