• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সেনবাগে সিগারেটের আগুনে পুড়লো ৬ বসতঘর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেনবাগে সিগারেটের আগুনে পুড়লো ৬ বসতঘর

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

নোয়াখালীর সেনবাগ পৌরসভায় দক্ষিণ বাজারের সিগারেটের আগুন থেকে সৃষ্ট এক অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ ও তিনটি আংশিক পুড়ে যায়।

আজ বুধবার বেলা ১১ টার দিকে সেনবাগ পৌরসভার সিনিয়র মাদরাসা সংলগ্ন কামাল হুজুরের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এসময় তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায় ও অপর তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত  হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত ঘর মালিকের।

খবর পেয়ে চৌমুহনী থেকে দমকল বাহিনী (ফায়ার সার্ভিস) একটি দল ঘটনাস্থলে পৌছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে তিনটি ঘর সম্পূর্ন পড়ে ছাঁই হয়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ওই বসতঘর গুলোতে ভাঙ্গারীর দোকান হিসাবে ব্যবহৃত হয়ে আসছিলো। তাদের ধারণা বিড়ি,সিগারেটের আগুনে ওই অগ্নিকান্ডে সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ থানা পুলিশ, বাজার কমিটির সভাপতি আমান উল্লা, সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads