• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
নরসিংদীতে করোনা সন্দেহে বাড়ি লকডাউন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

নরসিংদীতে করোনা সন্দেহে বাড়ি লকডাউন

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

নরসিংদীর পলাশে করোনা আক্রান্ত রোগী রয়েছে- এ সন্দেহে একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৭নং ওর্য়াডের পিরিন্দার টেক গ্রামের একটি বাড়ি লকডাউন করা হয়। এ সময় পাশের আরেকটি বাড়ির সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ সময় বাঁশ ও বেড়া দিয়ে ওই বাড়ীর আশপাশ এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়ীর সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্ব সাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, পিরিন্দার টেক গ্রামের এক বাড়িতে ৪০ বছরের এক পুরুষের করোনার লক্ষণগুলো দেখা দিলে তাৎক্ষণিক ওই বাড়ি বাড়ি লকডাউন করা হয়। এসময় পাশের আরেকটি বাড়ির সদস্যরা তাদের সংস্পর্শে আসায় তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ওই বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তিনি আরও জানান, সন্দেহজনক ব্যক্তি গত কয়েকদিন আগে নরসিংদী শহরে ইতালি ফেরত তার এক বোনেরবাড়ি বেড়াতে যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে সংস্পর্শে এসে তিনি আক্রান্ত হতে পারেন। আক্রান্ত ব্যক্তি দুই শিশু কন্যা ও স্ত্রী নিয়ে পিরিন্দার টেক গ্রামে বসবাস করে আসছেন। প্রাথমিকভাবে করোনা সন্দেহে ওই বাড়ি ও এর পাশের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য আইসিডিআরে খবর পাঠানো হয়েছে। সেখান থেকে টিম এসে পরীক্ষা করার পর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পলাশ থানারভারপ্রাপ্তকর্মকর্তা  (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন বাড়ির আশপাশে যেতে না পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়িগুলোতে খাদ্যসামগ্রী সরবরাহ পুলিশ ব্যবস্থায় করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads