• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
হাতীবান্ধায় ওয়ালটনের ত্রাণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হাতীবান্ধায় ওয়ালটনের ত্রাণ বিতরণ

  • হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

করোনা পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর এসব নিম্ন আয়ের অসহায় দুস্থ্য ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়ালটন।

বুধবার (১ এপ্রিল) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এসব দুস্থ্য পরিবারের মাঝে ত্রাণ দেন ওয়ালটন প্লাজা হাতীবান্ধা শাখার দায়িত্বরত কর্মকর্তারা।

 ত্রাণ হিসেবে প্রতি জনকে ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ২ পিস সাবান, ১ কেজি ডাল ওই সব দুস্থ্য পরিবারের মাঝে দেয়া হয়।

এবিষয়ে ওয়ালটন প্লাজা হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক আশীষ রায় জানান, করোনা পরিস্থিতিতে অনেক পরিবার কর্মহীন হয়ে পড়েছে। তারা অনেক কষ্টে দিনাপাত করছে। তাই আমরা ওই সব পরিবার গুলোকে চাউল, ডাল, তেল, সাবান, আলু, পিয়াজ দিয়েছি। এছাড়া ধারাবাহিক ভাবে আমরা তাদের দিয়ে যাবো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads