• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সোনারগাঁয়ে সালিশকে কেন্দ্র করে ইউপি সদস্য সহ ৮ জনকে কুপিয়ে জখম

সংগৃহীত ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে সালিশকে কেন্দ্র করে ইউপি সদস্য সহ ৮ জনকে কুপিয়ে জখম

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০২০

বিচার সালিশকে কেন্দ্র করে এক ইউপি সদস্যসহ ৮ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লাধুরচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার একই এলাকার মোতালেব মিয়ার বাড়িতে স্থানীয় মাতাব্বররা বিচার সালিশে বসেন। বিচার সালিশকে কেন্দ্র করে লাদুরচর পাচানীপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে বাবুল মিয়ার সঙ্গে নোয়াগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য নেহাল উদ্দিন মেম্বারের বাকবিতন্ডা হয়। এর জের ধরে নেহাল উদ্দিন মেম্বারের লোকজন বাড়িতে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে বাবুলের নেতৃত্বে তার ভাই আব্দুল আউয়াল, আশিক মিয়া, মিজান হোসেন, এছহাক মিয়া, সিরাজ মিয়া, আল-আমিন, আলমগীর হোসেন, দাউদ মিয়া, রিপন, হারুন, মোজাম্মেল, কালাই চাঁন ও মুসা সহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি সদস্য নেহাল উদ্দিন, সিরাজ মিয়া, আমিন উদ্দিন, জহিরুল ইসলাম, কায়েস মিয়া, শাহিন ও তানবির হোসেন রুবেলের পথরোধ করে তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে।

আহতদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, হামলার ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads