• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
বাগেরহাটে শ্বাসকষ্টে জামায়াতের আমীরের  মৃত্যু

সংগৃহীত ছবি

সারা দেশ

বাগেরহাটে শ্বাসকষ্টে জামায়াতের আমীরের মৃত্যু

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০২০

বাগেরহাটের রামপাল উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নাসের উদ্দিন (৬০) শ্বাসকষ্টে রোববার সকালে মারা গেছেন। এঘটনার পর রামপালের শ্রীফলতলা গ্রামে তার নিজের ও শশুরবাড়ীর লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল ও স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, উপজেলা জামায়াতের আমীর শেখ নাসের উদ্দিন এক সপ্তাহ শ্বাষকষ্ট, জ্বর, বুকে ব্যাথা ও পাতলা পায়খানা নিয়ে বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার ভোররাতে অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুকান্ত কুমার পাল জানান, উপজেলা প্রশাসন বিষয়টি জানতে পেরে দ্রত সেখানে পৌছায়। করোনার লক্ষণ সবগুলি তার মধ্যে ছিল না। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। শ্রীফলতলা গ্রামে তার নিজের ও শশুরবাড়ীর লোকজনকের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লাশ দাফন হয়ে যাওয়ার কারণে মৃতের শরীর থেকে কোন নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads