• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
লৌহজংয়ে করোনা লক্ষণ নিয়ে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

লৌহজংয়ে করোনা লক্ষণ নিয়ে একজনের মৃত্যু

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনাভাইরাসের লক্ষণ সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার শাহ আলম শিকদার (৭৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি উপজেলার কলমা গ্রামে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, মৃত শাহ আলম নারায়ণগঞ্জে হোসিয়ারির ব্যবসা করতেন।

গত ২০ মার্চ তিনি লৌহজংয়ের কলমায় গ্রামের বাড়িতে আসেন। ৪/৫ দিন আগে থেকে শাহ আলম করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার আমাদের খবর দেন। আমরা সেখানে গিয়ে পরীক্ষার জন্য শাহ আলমের দেহের নমুনা সংগ্রহ করি। সে সাথে শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় ওইদিন সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শাহ আলমকে পাঠিয়ে দেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান শাহ আলম। শাহ আলমের নমুনার রিপোর্ট আগামীকাল (বৃহস্পতিবার) পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads