• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
বীরগঞ্জে লকডাউন মানছে না কেউ, সড়কে মানুষের উপচে পড়া ভীড়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বীরগঞ্জে লকডাউন মানছে না কেউ, সড়কে মানুষের উপচে পড়া ভীড়

  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের প্রভাবে দিনাজপুরের বীরগঞ্জে প্রবেশ ও ত্যাগ বন্ধ এবং পৌর শহরসহ দিনাজপুর জেলায় লকডাউন করে দেওয়া হয়েছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাসা থেকে বের হলেই আনইগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কিন্তু এরপরেও পৌরশহরের বিভিন্ন এলাকার অলিগলিতে ব্যপক মানুষের অবস্থান লক্ষ্য করা গেছে।

বিভিন্ন স্থানে প্রয়োজন ছাড়াই মানুষের ভিড় দেখা যাচ্ছে। কোথাও পুরোপুরিভাবে মানা হচ্ছে না লকডাউন। বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

মানুষের ভিড়ে সড়কগুলোতে হাঁটাও যাচ্ছে না কেউ কাঁচাবাজার করতে বের হয়েছে, আবার কেউ কেউ বের হয়েছে বিনা প্রয়োজনে।

তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখলেই মুহূর্তে পালিয়ে যাচ্ছে সবাই। উপজেলার পাশের কবিরাজহাট এলাকাতেও একই অবস্থা। সেখানেও অলিতে গলিতে ভিড়। বীরগঞ্জ উপজেলায় পুলিশের যথেষ্ট তৎপরতা রয়েছে।

কবিরাজহাটের এক বৃদ্ধ বলেন, বাসায় কাঁচাবাজার নেই। তাই বাধ্য হয়েই বের হয়েছি। কিন্তু রাস্তায় যে হারে মানুষ দেখা যাচ্ছে তাতে ভয় করছে। কার মাধ্যমে কীভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ি।

একই চিত্র দেখা গেছে গোলাপগঞ্জ বাজার এলাকায়। সেখানে সড়কের প্রবেশপথে প্রচুর মানুষ অযথা ঘোরাঘুরি করছে।

সেখানকার এক বাসিন্দা বলেন, আসলে মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। কেউ কোনও উপদেশ মানছে না। সরকারের পক্ষ থেকে বারবার ঘরে থাকার অনুরোধ করা হলেও মানুষ একে অনেকটা উৎসবের মতো মনে করছে। বাসা ছেড়ে সবাই গলিতে এসে দাঁড়িয়ে থাকে।

বীরগঞ্জ পৌরশহরে মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল টিম এলে পরিবেশ কিছুটা সুন্দর হতে দেখা গেছে।

বিজয় চত্বর এলাকায় সেনাবাহিনীর সদস্যরা সকলকে বলে যাচ্ছেন, আপনারা ঘরে ফিরে যান। সামাজিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু কে কার আগে ওষুধ ও পণ্য নেবে সেজন্য সবাই দিশেহারা হয়ে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads