• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
লৌহজংয়ে উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন,  আরো ২ জন শনাক্ত

প্রতীকী ছবি

সারা দেশ

লৌহজংয়ে উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন,  আরো ২ জন শনাক্ত

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের করোনা লক্ষণ নিয়ে মৃত শাহ আলম শিকদারের (৭৩) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট দিয়েছে আইইডিসিআর। গত মঙ্গলবার করোনা উপসর্গ থাকায় উক্ত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরদিন গতকাল বুধবার সে মারা যায়।

এ ছাড়া উপজেলার কলমা ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামের ৪২ বছরের এক ব্যক্তি ও কনকসার গ্রামে নারায়ণগঞ্জ থেকে আসা ৭০ বছরের এক নারীর দেহের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। তবে প্রথম জনের করোনা উপসর্গ থাকলেও ওই নারীর কোনো উপসর্গ ছিল না বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ।

তিনি জানান, এ পর্যন্ত উপজেলায় করোনা সন্দেহে ২৭ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের নেগেটিভ ও ৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আর মারা গেছেন একজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads