• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০
গাজীপুরের শ্রীপুরের কয়েকটি স্থানে বেতনের দাবিতে বিক্ষোভ হয়েছে বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার দিনভর শ্রমিকেরা কারখানাগুলোর ফটকে বিক্ষোভ-মিছিল ও আন্দোলন করেন। এ সময় রাস্তা অবরোধের ঘটনাও ঘটে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি কারখানার শ্রমিকদের মোবাইল লেনদেন অ্যাকাউন্ট না থাকায় জটিলতার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা আন্দোলন তুলে নেন।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সিআরসি টেক্সটাইল  মিলস, একই এলাকার সওফটেক্স গার্মেন্টস ও কেওয়া গ্রামের সিজি গার্মেন্টস ( চায়না ফ্যাক্টরি ) নামের তিনটি কারখানায় শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এদের মধ্যে সিজি গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ নগদ কিছু টাকা পরিশোধ করেন। বাকি টাকা ২৮ এপ্রিল পরিশোধ করার আশ্বাস  দিলে শ্রমিকরা শান্ত হয়। এ দিকে সওফটক্স  পোশাক কারখানা ও  সিআরসি পোশাক কারখানা কর্তৃপক্ষ আগামি কয়েকদিনের মধ্যে বকেয়া পরিশোধ করবে। পরে সেখান থেকেও শ্রমিকেরা চলে যান। 
এদিকে সিআরসি টেক্সটাইল মিলস এর শ্রমিকরা জানান, তাদের ঘরে খাবার নাই । মালিকরা বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছে।  তারা দিতে পারছে না। কেউ এক মাস,কেউ দুই মাস ও অনেকের তিন মাসের বেতন বকেয়া পরেছে। তাই তারা করোনা ভাইরানের ভয় উপেক্ষা করে আন্দোলনে নেমেছেন।
গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক জাহাঙ্গী হোসেন জানান, তিনটি কারখানার শ্রমিকেরা বেতনের দাবিতে আন্দোরন করছিল। পরে প্রত্যেকেই বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দিলেে ক্ষুব্দ শ্রমিকরা আন্দোলন বন্ধ করে। 
এ ব্যাপারে কোনো কারখারই দায়িত্বশীল কেউ গণমাধ্যমে সাথেই  কথা বলেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads