• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সখীপু‌রে দুই জাহাঙ্গী‌রের নীরব সহ‌যো‌গিতা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপু‌রে দুই জাহাঙ্গী‌রের নীরব সহ‌যো‌গিতা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২০

একজন জাহাঙ্গীর তা‌রেক ও অন্যজন জাহাঙ্গীর তালুকদার। তা‌রেক উপ‌জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আর তালুকদার যুবলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক। দু'জনই টাঙ্গাইলের সখীপুর পৌর নির্বাচনে মেয়র প‌দে আওয়ামী লী‌গের ম‌নোনয়ন প্রত্যাশী। মাঠ চ‌ষে বেড়া‌চ্ছেন দীর্ঘ‌দিন ধ‌রে। এবার চলমান  ক‌রোনাভাইরা‌সের সংকট মোকা‌বেলায় দ‌রিদ্র‌দের সহ‌যো‌গিতায় দু'জনই বেছে ‌নি‌য়েছেন ভিন্ন কৌশল।

জাহাঙ্গীর তা‌রেক ‌নি‌জেই পৌরসভার ৯টি ওয়া‌র্ডের নিম্ন আয়ের খেটে খাওয়া দ‌রিদ্র‌দের তা‌লিকা তৈ‌রি  ক‌রে‌ছেন। গা‌ড়ি ভাড়া ক‌রে নি‌জেই ওইসব দ‌রিদ্র‌দের দুয়া‌রে দুয়া‌রে পৌঁ‌ছে দি‌চ্ছেন খাদ্য সামগ্রী। এ কা‌জে তাঁর স‌ঙ্গে সহ‌যো‌গিতা কর‌ছেন একঝাঁক উদ্যমী তরুণ। তরুণ‌ স্বেচ্ছা‌সেবক‌দের মাধ্যমেও নিম্ন আয়ের মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রী।

এক প্র‌তি‌ক্রিয়ায় জাহাঙ্গীর তা‌রেক ব‌লেন, গণজমায়েত করে খাদ্য সহায়তা দিয়ে এ ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ দিতে চাইনা। বা‌ড়ি‌তে ব‌সেই খাদ্য সামগ্রী হাতে পেয়ে নিম্ন আয়ের খেটেখাওয়া মানুষগু‌লো আপ্লুত। তাদের দাবি- এই দুঃসময়ে যদি সামর্থ্যবানরা তাদের সহায়তা করে তাহলে অন্তত না খেয়ে মরতে হবে না, নয়তো করোনা ভাইরাসের চেয়ে জটিল আকার ধারণ করবে ক্ষুধার জ্বালা।

অন্য‌দি‌কে জাহাঙ্গীর তালুকদার পৌরসভার ওয়ার্ড ভিত্তিক তালিকা তৈরি করে রাতের বেলায় খাদ্য সামগ্রী নি‌য়ে ওইসব অসহায় মানুষের বাড়ি বাড়ি যা‌চ্ছেন। ঘর থেকে ডেকে তুলে খাদ্য সামগ্রীর প্যাকেট দিচ্ছেন দ‌রিদ্র‌দের হা‌তে। হঠাৎ খাদ্য সামগ্রী পে‌য়ে আ‌বে‌গে আপ্লুত হ‌চ্ছেন নিম্ন আ‌য়ের মানু‌ষগু‌লো। এসময় সকল‌কে সরকা‌রি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হ‌চ্ছে। এছাড়াও এ দুর্যোগে বিত্তবানদের সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান জাহাঙ্গীর তালুকদার।

জাহাঙ্গীর তালুকদার তাঁর প্র‌তি‌ক্রিয়ায় দাবি করেন, পৌরসভার ৯টি ওয়ার্ডের যারা দরিদ্র তাঁদের সকলকেই আমি চিনি-জানি। দেশের এ ক্লান্তিলগ্নে ভোটের আশায় নয়, মানবতার তাগিদে দরিদ্র শ্রমজীবী যারা কয়েক সপ্তাহ ধরে কাজ করতে পারছে না, ভ্যান-রিকশা চালাতে পারছেনা তাঁদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করছি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads