• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন ঘোষণা

প্রতীকী ছবি

সারা দেশ

হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ এপ্রিল ২০২০

একাধিক চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনোলজিস্ট করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোববার রাতে তিন দিনের জন্য হাসপাতালটি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি জানান, স্বাস্থ্য বিভাগ সাত দিনের লকডাউন চেয়েছিল। কিন্তু আপাতত তিন দিনের জন্য লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়তে পারে। তবে এ সময় পর্যন্ত সাধারণ সেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তরিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে।


সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে সদর আধুনিক হাসপাতালে একাধিক চিকিৎসক, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন।

এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য আনুষঙ্গিক কারণে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads