• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
বীরগঞ্জে লকডাউন মানছে না কেউ, চলছে আগের মতই

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বীরগঞ্জে লকডাউন মানছে না কেউ, চলছে আগের মতই

  • প্রকাশিত ২৮ এপ্রিল ২০২০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে লকডাউন মানা হচ্ছে না। সবকিছু চলছে আগের মতোই। সামাজিক দূরত্ব ও মানছে না কেউ।

সোমবার উপজেলার সাপ্তাহিক গোলাপগঞ্জ হাট লেগেছে আগের মতোই। হাটে সকাল থেকে হোটেল -রেস্তোরা ও চায়ের স্টল বাদে সব দোকানপাট খোলা ছিল। ফুটপাতেও বসছে হরেক রকমের মৌসুমী ফলের দোকান।

করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসার সিদ্ধান্ত গ্রহণ করলেও সেখানেও কেউ সামাজিক দূরত্ব বজায় রাখছে না।

উপজেলার লাটেরহাট বাজার আগের মতো দোকানপাট খুলে চলছে বিভিন্ন ধরণের ব্যবসা। অন্যদিকে বৈরাগী বাজার বড় হাট কমিউনিটি ক্লিনিকে অপরিষ্কার, অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা।

চিকিৎসাসেবা নিতে আসা মা ও শিশুরা ভুগছেন স্বাস্থ্য ঝুঁকিতে। কমিউনিটি ক্লিনিকে ১৫-২০ জন রোগীকে সামাজিক দূরত্ব বজায় না রেখে বারান্দায় বসে থাকতে দেখা গেছে। অনেকের মুখে মাস্ক নেই।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম প্রতিদিনই অভিযান চালাচ্ছেন বিভিন্ন বাজার ও দোকানে। সরকারের নির্দেশনা মানা না হলে করা হচ্ছে জেল - জরিমানা। মোড়ে মোড়ে বসানো হয়েছে আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের পাহারা। তাপরেও মানছে না কেউ। সবাই যার মত ঘরে থেকে বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন বলেন, আমরা সরকারের সকল নির্দেশনা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু জনগণ তাদের নিজেদের ভালো বুঝতে পারছেন না। জনগণ সচেতন হলেই সম্ভব করোনা ভাইরাসকে মোকাবেলা করা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads