• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সখীপু‌রে সেই নি‌য়োগ পরীক্ষা স্থ‌গিত ক‌রে‌ছেন জেলা শিক্ষা অ‌ফিসার

ফাইল ছবি

সারা দেশ

সখীপু‌রে সেই নি‌য়োগ পরীক্ষা স্থ‌গিত ক‌রে‌ছেন জেলা শিক্ষা অ‌ফিসার

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন ২০২০

টাঙ্গাইলের সখীপুরে বাঘেরবাড়ী কাকড়াজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ােগ পরীক্ষা অব‌শে‌ষে স্থগিত হ‌য়ে‌ছে। এলাকাবাসীর লিখিত আবেদনের প্রেক্ষিতে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম ওই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেন।

এর আ‌গে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ােগ পরীক্ষা স্থগিত চেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সখীপুর প্রেসক্লাব বরাবর গণস্বাক্ষরিত আবেদনপত্র পাঠায় স্থানীয়রা। শুক্রবার বি‌কে‌লে দৈ‌নিক বাংলা‌দে‌শের খবরসহ বেশ ক‌য়েক‌টি স্থানীয় অনলাই‌ন নিউজ পোর্টা‌লে এ সংক্রান্ত সংবাদ প্রকা‌শ হয়।

এলাকাবাসীর ওই আবেদনে উল্লেখ করা হয়,  প্রতিষ্ঠানের সভাপতি এসএম আব্দুস সালাম উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের ভুল বুঝিয়ে পূর্বের তারিখের রেজুলেশন খাতায় স্বাক্ষর নেন। তিনি আবেদনকৃত ৭ প্রার্থীর মধ্যে তার এক আত্মীয়ের কাছ থেকে উৎকোচ নিয়ে তড়িঘরি করে এ নিয়ােগ পরীক্ষার তারিখ ধার্য করেছেন বলে আ‌বেদনপ‌ত্রে উ‌ল্লেখ করা হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ ১৩ জুন ওই নিয়ােগ পরীক্ষা নেওয়ার কথা ছিল।

এলাকাবাসীর আ‌বেদ‌নের পর সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা বিষয়‌টি তদন্ত কর‌তে এক‌টি ক‌মি‌টি গঠন ক‌রেন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম মুঠোফোনে বলেন, ‌নি‌য়োগ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হ‌য়ে‌ছে। অভিযােগের তদন্ত চলছে। অভিযােগের সত্যতা পাওয়া না গেলে শিগগিরই নিয়ােগ পরীক্ষা কার্যক্রম চালানাের অনুমতি দেওয়া হবে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads