• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সিরাজগঞ্জের তাড়াশে করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সিরাজগঞ্জের তাড়াশে করোনার উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

  • তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুন ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে আব্দুল করিম (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নওগাঁ ইউনিয়নের প্রত্যন্ত বাঁশবাড়িয়া গ্রামে শনিবার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দেরাজ মন্ডলের ছেলে করিম গত ক’দিন ধরেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়া জানান, খবর পেয়ে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়েছে।

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তিসহ পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম সকাল ১১ টায় জানান, পরস্পর শুনেছি, উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এখনও বিস্তারিত জানায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads