• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৪১৪, মৃত্যু ৩২

ফাইল ছবি

সারা দেশ

চাঁদপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৪১৪, মৃত্যু ৩২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন ২০২০

চাঁদপুর জেলায় নতুন করে ৪৯ জনসহ ৪১৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩২ জন। সুস্থ হয়েছেন ৮০ জন। রিপোর্ট অপেক্ষমান রয়েছে ৪৬০টি। নতুন আক্রান্ত ৪৯ জনের মধ্যে হাইমচরে ১০ জন, শাহরাস্তিতে ১৪ জন, মতলব দক্ষিণে ৮ জন, হাজীগঞ্জে ৭ জন, ফরিদগঞ্জে ১ জন, কচুয়া ৬ জন ও মতলব উত্তরে ৩ জন।

শনিবার বিকেলে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, আজ ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৯৪টি। এর মধ্যে পজেটিভ ৪৯টি। নেগেটিভ ৪৫টি।

সিভিল সার্জন কার্যালয়ের লিখিত প্রতিবেদনে জানানো হয়, চাঁদপুর জেলা সদর ও উপজেলা থেকে সংগ্রহীত ২৯৫০টি করোনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। আজকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৫টি। ঢাকা থেকে এ পর্যন্ত রিপোর্ট এসেছে ২৪৯০টি। পজেটিভ রিপোর্ট ৩৯৯টি (দুই জনের রিপোর্ট দ্বিতীয়বার পজিটিভ এসেছে)। মোট নেগেটিভ রিপোর্ট ২০৯১টি। রিপোর্ট অপেক্ষমান রয়েছে ৪৬০টি। এই পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত রোগী সংখ্যা ৪১৪ (চাঁদপুর সদরে ১৫৭, মতলব উত্তর ১৯, ফরিদগঞ্জ ৪৯, হাইমচরে ২৫, হাজীগঞ্জ ৪৯, কুচয়া ২৮, মতলব দক্ষিণ ৩৮ জন)

আক্রান্তদের মধ্যে ঢাকা হতে আগত ৪ জন, লক্ষ্মীপুর থেকে আগত ২ জন, মতলব দক্ষিণ আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হতে প্রাপ্ত  ১ জন ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন।

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ লিখিত প্রতিবেদনে জানান, জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৮০জন (আজকে সুস্থ হয়েছে ৪ জন)। মৃত্যুবরণ করেছেন ৩২জন (চাঁদপুর সদর ১০, ফরিদগঞ্জ ৪, হাজীগঞ্জ ৯, শাহরাস্তি ৪, কচুয়া ৪, মতলব উত্তর ২ ও মতলব দক্ষিণ উপজেলায় ১ জন)।

তিনি আরো জানান, জেলায় এই পর্যন্ত চিকিৎসাধীন রোগী ৩০১ জন (হাসপাতালে ১৮, ঢাকায় রেফার ৪জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৭৯জন)। এই পর্যন্ত আইসোলেশনে রোগীর সংখ্যা ১৭৭জন। আইসোলেশন থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৫৩জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৪জন (কোভিড ১৮জন, নন কোভিড ৬জন)।

এই পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ৪৯০৫জন। ছাড়প্রাপ্ত ব্যাক্তির সংখ্যা ৩৬৯১জন। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টটাইনে থাকা ব্যাক্তির সংখ্যা ১২১৪জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads