• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০২০

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে চারজন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সদর হাসপাতালের আইসোলেশনে বিল্লাল হোসেন শেখ (৪৫) নামে এক যুবক। জেলার হাজীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ধেররা চৌধুরী বাড়ীতে মাওলানা শাহ্ আলম (৭০), ২নং ওয়ার্ডের মিজি বাড়ীর সিদ্দিকুর রহমান (৬৫), ও ৬নং বড়কুল ইউনিয়নের দোয়াগণ্ডা গ্রামের মাইজের বাড়ীর মিজানুর রহমান (৪৮)।

মৃত প্রত্যেকের করোনার লক্ষণ ও উপসর্গ ছিল।

চাঁদপুরে সদরের বালিয়া ইউনিয়নের সচিব মো. মুনসুর আহমেদ জানান, ইউনিয়নের পাপিলা গ্রামের মফিজুর রহমানের ছেলে বিল্লাল হোসেন জ্বর, সর্দি, কাশি ছিল। পরে প্রচণ্ড শ্বাসকষ্টের কারণে তাকে চাঁদপুর সদর হাসপাতালের আইসেলশনে ভর্তি করা হলে রাত ১১টায় মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। দুপর ১২টায় চাঁদপুর সদর দাফন কমিটি স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করেছে।

হাজীগঞ্জ উপজেলা সেনেটারী কর্মকর্তা মো. জসিমউদ্দিন জানান, হাজীগঞ্জ উপজেলার পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ধেররা চৌধুরী বাড়ীর মাওলানা শাহ্ আলম (৭০) এর নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও গত ১১ জুন চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নুরে আলমের পিতা বলাখাল ২নং ওয়ার্ডের মিজি বাড়ীর সিদ্দিকুর রহমান (৬৫) রাত ৩টায় নিজ বাড়ীতে ও ৬নং বড়কুল ইউনিয়নের দোয়াগণ্ডা গ্রামের মাইজের বাড়ীর মিজানুর রহমান রাত ২টা ১০ মিনিটে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। এদের প্রত্যেকের করোনার লক্ষণ ও উপসর্গ ছিল। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপজেলা দাফন কমিটি স্বাস্থ্য বিধি মেনে এদের দাফন করবেন বলে জানান এই কর্মকর্তা। এই ৩জনসহ হাজীগঞ্জ উপজেলায় করোনা লক্ষণ ও উপসর্গে মোট ৪৩জন মৃত্যুবরণ করলো। এ দের মধ্যে ৮জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads