• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
গোপালগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

গোপালগঞ্জে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০২ জুলাই ২০২০

গোপালগঞ্জে করোনার উপসর্গ নিয়ে ২জন এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তারা গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ও বুধবার রাতে তারা মারা যান।

হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মোতালেব মিয়া (৬৮) এবং মানিকদাহ গ্রামের দিপংকর শিরালী (৩৪)। এদের মধ্যে প্রথম জন গতকাল ১জুলাই এবং দ্বিতীয় জন ৩০ জুন করোনার উপসর্গ শ্বাসকষ্ট, সর্দি, জ্বর, কাশি নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। তাদের নমূনা সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো বলেন, শহরের মৌলভীপাড়ার বাসিন্দা টুকু কাজী (৬৭) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাতে তিনি তার বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিয়ম মেনে এসব মৃত ব্যক্তির লাশের সৎকারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, গোপালগঞ্জে নতুন করে ২৭ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে এর মধ্যে সদর উপজেলায় ৪জন, টুঙ্গিপাড়া ৭জন, কোটালীড়ায় ৬জন, কাশিয়ানী ২জন এবং মুকসুদপুর উপজেলায় ৮ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭১১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩৭৯জন। বর্তমানে ৩২১ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত ৫হাজার ২৯৯ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। জেলায় ৬০জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads