• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
চৌদ্দগ্রামে ১৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলো ‘করোনা হেল্প ফান্ড ফেলনা’ 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চৌদ্দগ্রামে ১৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করলো ‘করোনা হেল্প ফান্ড ফেলনা’ 

  • চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুলাই ২০২০

কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা দুর্যোগকালীন সময়ে ব্যক্তিক্রমী এক উদ্যোগের মাধ্যমে অসহায় ও দিনমজুর ১৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ‘করোনা হেল্প ফান্ড ফেলনা’।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সার্বিক নির্দেশনায় পূর্বেই সহযোগিতা পাওয়ার উপযোগী পরিবারগুলোর মাঝে স্বাক্ষরিত এবং নাম্বার সম্বলিত কার্ড বিতরণ করা হয়। শুক্রবার স্ব-স্ব কার্ড নিয়ে চৌদ্দগ্রাম বাজারের সদাই মেগাশপ থেকে নিজেদের উপহার সামগ্রী বুঝে নেন অসহায় পরিবারের সদস্যরা। এ যেন বাজার থেকে বাড়িতে সদাই নিয়ে যাওয়া। এতে ছিলনা সহযোগিতা প্রার্থীদের ছবি তোলার কোন ভয়, ছিল না মানসম্মানের ভয়ে সহযোগিতা না নেওয়ার কোন আশঙ্কা। নিম্ম মধ্যবিত্ত ও নিম্মবিত্ত কার্ডধারী সকলেই মনের আনন্দে সংগ্রহ করেছে তাদের উপহার সামগ্রী।

শুক্রবার সকালে সার্বিক কার্যক্রমে সদাই মেগাশপে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, করোনা হেল্পফান্ডের সদস্য ও আলোকিত চৌদ্দগ্রামের বার্তা সম্পাদক বেলাল হোসাইন, হেল্প ফান্ডের সদস্য অডিট কর্মকর্তা সাইফুর রহমান শামিম, নগদহাট ডটকমের প্রতিষ্ঠাতা ইস্রাফিল মোল্লা, শিক্ষানবিশ আইনজীবি সাইফ উদ্দিন, সদাই মেগাশপের পরিচালক হোসাইন মামুন, সাঙ্গিশ^র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুন মোল্লা, প্রবাসী হাফেজ মর্তুজা, সদস্য আতিকুর রহমান, ফরহাদ মোল্লা, মোজাম্মেল হোসেন, ফাহাদ মোল্লা ও আতিক মোল্লা প্রমুখ।

এদিকে অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতা করা প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা এবং সার্বিক কার্যক্রম বাস্তবায়নে যারা ভুমিকা রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান। করোনা মহামারীর সময়ে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসায় করোনা হেল্প ফান্ড ফেলনা ও প্রবাসীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন অসহায় এবং দিনমজুর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads