• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
ভারতের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে

ফাইল ছবি

সারা দেশ

ভারতের প্রথম চালান এখন চট্টগ্রাম বন্দরে

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২১ জুলাই ২০২০

ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দর ব্যবহার ট্রান্সশিপমেন্ট চুক্তির প্রথম ভারতীয় পণ্যের চালান নিয়ে আসলো ‘এমভি সেঁজুতি' নামের একটি জাহাজ। কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর থেকে আজ ভোর রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজটি।

জানা গেছে, রোববার ভারতের হলদিয়া বন্দর থেকে ছেড়ে আসা এমভি সেঁজুতি নামের জাহাজটি মোট ২২১টি কন্টেইনার রয়েছে। তার মধ্যে ১১৭টি বাংলাদেশি ব্যবসায়ীদের। অপর চারটি কন্টেইনার পরীক্ষামূলকভাবে ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় আনা হচ্ছে। এই চারটি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে খালাসের পর কাভার্ড ভ্যানে সড়কপথে আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে যাবে। পরীক্ষামূলকভাবে নিয়ে আসা প্রথম চালানের দুই কন্টেইনারে রয়েছে লোহার বার (টিএমটি বার) এবং দুই কন্টেইনারে ডালজাতীয় পণ্য রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ভারত থেকে চারটি ট্রানজিট পণ্যবাহী কনটেইনার নিয়ে ‘এমভি সেঁজুতি’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বন্দরের বিদ্যমান বার্থিং নীতিমালা অনুযায়ী (ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ) জাহাজ বার্থিং করা হবে। ট্রানজিট কনটেইনারগুলোর বিপরীতে চট্টগ্রাম বন্দরের জন্য ট্যারিফ শিডিউল অনুযায়ী পোর্ট ডিউজ, পাইলটেজ ফি ও অন্যান্য আনুষঙ্গিক চার্জ ও ফি আদায় করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads