• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
চট্টগ্রামে আবাসিক এলাকায় গরুর হাট, হাফিজ এগ্রোকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চট্টগ্রামে আবাসিক এলাকায় গরুর হাট, হাফিজ এগ্রোকে জরিমানা

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২০

করোনা পরিস্থিতিতে সরকার নির্দেশিত স্থান ব্যাতিত যত্রতত্র গরুর হাট বসানোর কোনো সুযোগ নেই। কিন্তু নির্দেশনা অমান্য করে নগরীর গোল পাহাড় মোড় এলাকার সরকারি আবাসিক স্টাফ কোয়ার্টারের ভেতর অননুমোদিতভাবে গরুর হাট বসিয়েছে হাফিজ এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। তাই হাফিজ এগ্রোকে অবিলম্বে সরকারি কলোনি থেকে পশুর হাট অপসারণের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। এসময় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার ২৬ জুলাই দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার জানান, নগরীর গোল পাহাড় মোড়ের একটি সরকারী আবাসিক কোয়ার্টারের ভেতর অনুমোদিতভাবে ও স্বাস্থ্য বিধি লঙ্ঘন করে গরুর হাট বসানো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে কোন কোন জায়গায় কোরবানির গরুর হাট বসানো হবে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে। এই আদেশের বাইরে গিয়ে গরুর হাট বসানোর কোনো সুযোগ নেই। নির্দেশনা অমান্য করে গরুর হাট বসালে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনস্বার্থে ও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads