• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
হাতকড়াসহ পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

সারা দেশ

হাতকড়াসহ পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০২০

নেত্রকোণা সিআইডি পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া হত্যা ও ছিনতাই মামলার আসামি জয়তুল এলায়িত ওরফে আশিককে (২৪) আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি গ্রাম থেকে আশিককে আটক করা হয়েছে। সে ময়মনসিংহের নান্দাইল থানার গোপীনাথপুর এলাকার মৃত বজলু মিয়ার ছেলে। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

নেত্রকোণা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল বাশার জানান, ২০১৮ সালে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়েনের মোটরসাইকেল চালক শহিদুল নামের এক যুবককে আশিক যাত্রী সেজে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে। পরে তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাই মামলা দায়েরের পর থেকে সে পলাতক ছিল।

পরবর্তীতে মামলাটি চলতি বছর সিআইডিতে হস্তান্তর করলে গত ২২ সেপ্টেম্বর তাকে উপজেলার শ্যামগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করি। তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে মোটরসাইকেলটি উদ্ধারে তাকে নিয়ে রাত তিনটার দিকে পূর্বধলার জারিয়া এলাকায় নিয়ে গেলে সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর শুক্রবার পূর্বধলা থানার পুলিশের সহায়তায় চিরুনি অভিযান চালিয়ে তাকে আটক করেছি। সে একজন কুখ্যাত ছিনতাইকারী এবং খুনসহ বিভিন্ন মামলার আসামি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads