• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০২০

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বোরচিত নারী  নির্যাতন  এবং দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থিরা।

আজ মঙ্গরবার (৬অক্টোবর)  সকাল ৯টার  দিকে প্রথমে ফাতেমা রহমান বিথি নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী ধর্ষণ বিরোধী শ্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং ফেসবুকে আহবান জানালে ধীরে ধীরে অন্যরা যোগ দিয়ে সংহতি প্রকাশ করে।

ফাতামা রহমান বিথি বলেন, দেশজুড়ে যেভাবে ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকান্ড হচ্ছে তার প্রতিবাদে আমি অবস্থান কর্মসূচি পালন করছি।

তিনি আরো বলেন, আমি একজন নারী হয়ে এই স্বাধীন রাষ্ট্রে নিজেকে নিরাপদ মনে করছি না।ধর্ষকদের পৃষ্ঠপোষক কারা? কেন ধর্ষকদের বিচার হচ্ছে না?  যারা আমার মত অনিরাপদ মনে করছেন, তারা আমাদের  পাশে এসে দাঁড়ান।  আমাদের এই ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচী চলবে।  এর আগে সাধারণ ছাত্র ও যুব পরিষদের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads