• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
আখাউড়ায় হুন্ডি টাকাসহ সিএনজি চালক আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় হুন্ডি টাকাসহ সিএনজি চালক আটক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিনব কায়দায় হুন্ডি টাকা পাচারের সময় মোবারক হোসেন ইদন (২০) নামে এক সিএনজি অটো রিকশা চালককে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে বাংলাদেশি ৬ লাখ ১৫ হাজার উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে রেজি: বিহীন একটি সিএনজি অটো রিকশাও।

গতকাল সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী সেনারবাদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ইদন সেনারবাদী গ্রামের আবু জাহার মিয়ার ছেলে।

২৫ বিজিবির আখাউড়া সদর কোম্পানি কমান্ডার মো. আলম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের সেনারবাদী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি সিএনজি অটোরিকশা দ্রুত গতিতে চললে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে ওই অটো রিকশাটিকে গতিরোধ করে। পরে চালকের দেহ তল্লাশি চালিয়ে ৬ লাখ ১৫ হাজার বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়। আটক ইদন চিহ্নিত হুন্ডি পাচারকারী। আগে কয়েকবার টাকাসহ বিজিরি হাতে আটক হয়।

মামলাসহ রাতেই তাকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads