• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
লৌহজংয়ে পুলিশের উপর হামলা, চার ডাকাতকে আটক

প্রতীকী ছবি

সারা দেশ

লৌহজংয়ে পুলিশের উপর হামলা, চার ডাকাতকে আটক

  • লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০২০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে থানা পুলিশের উপর ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে লৌহজং থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব ভোগদিয়া গ্রামের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো লৌহজং থানা পুলিশ ডিউটিতে বের হয়। এ সময় ডিউটিতে থাকা অবস্থায় উপজেলার প্রধান সড়ক পূর্ব ভোগদিয়া এলাকার রাস্তায় বড় বড় গাছ ফেলে পুলিশের সিএনজির গাড়ির উপর হামলা করে। পরে ডাকাত দলটি পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। কিন্তু তাৎক্ষণিক ডাকাত দলের তিন সদস্যকে আটক করে। পরে স্থানীয় পুকুরে পলানোর চেষ্টা করে আরেক ডাকাত সদস্য। প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজি করার পর আরও একজন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়।

জানা যায়, এ ডাকাত দলের সদস্যরা প্রতিনিয়ত বিভিন্ন রাস্তাঘাটে রাতের আঁধানে ডাকাতি করে। এ ঘটনাটি ভুল বসতো পুলিশ সদস্যর উপর হামলা করে ফেলে এ ডাকাত দলটি।

এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন এ প্রতিবেদন লিখা পর্যন্ত বলেন, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বাকি আসামিদের ধরার স্বার্থে এ চারজনের নাম বলা যাচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads