• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪২৯
উত্তরায় তুচ্ছ ঘটনায় পুলিশের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উত্তরায় তুচ্ছ ঘটনায় পুলিশের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০২০

রাজধানীর উত্তরায় গৃহপরিচারিকাকে আটকে রেখে মারধরের গুজব ছড়িয়ে পড়ায় পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার রাত আনুমানিক ৯টায় এ সংঘর্ষ বাধে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এ বিষয়ে বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তাপস কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর ৬ তলা বাড়ির ৫ তলা ফ্লাটের বানু (২০) নামের এক গৃহপরিচারিকাকে নির্যাতনের গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে স্থানীয় লোকজন জড়ো হন। স্থানীয় কিছু কিশোর গ্যাং বাসার ভেতরে হামলা করে। পুলিশকে খবর পেয়ে ঘটনা স্থলে পৌছে হামলায় বাঁধা দেয়। একসময় তারা পুলিশের বাঁধা অতিক্রম করে ওই বাসার ভেতরে ঢোকার চেষ্টা করলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানাযায়, বুধবার রাত ৯ টার পর স্থানীয় জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এলাকাবাসী উত্তরার বিভিন্ন অলিগলিতে ছড়িয়ে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই গৃহপরিচারিকা সুস্থ আছেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads