• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
সিরাজদিখানে সংঘর্ষের প্রস্তুতিকালে ১ হাজার টে‍ঁটা উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজদিখানে সংঘর্ষের প্রস্তুতিকালে ১ হাজার টে‍ঁটা উদ্ধার

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০২০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাটি ভরাটকে কেন্দ্র করে নবধারা স্যাটেলাইট সিটি এবং সুমনা হাউজিং এর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

আজ রোববার সকাল ৭টায় উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টে‍ঁটা উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ রিজাউল হক সত্যতা স্বীকার করে বলেন, সুমনা হাউজিং কোম্পানীর লোকেরা নবধারা স্যাটেলাইট সিটির মাটি কাটার ড্রেজার বন্ধ করে দিলে দু’পক্ষেই মারামারির প্রস্তুতি নেয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এ সময় উভয় পক্ষের বাড়ীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার টেঁটা উদ্ধার করা হয়। এখনও কোন মামলা কিংবা অভিযোগ হয়নি, হলে আইনগত ব্যবস্থা নিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads