• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে স্কুল ব্যাগ পেল দেড় শতাধিক শিক্ষার্থী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চাঁদপুরে স্কুল ব্যাগ পেল দেড় শতাধিক শিক্ষার্থী

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০২০

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা চালিতাতলী অ্যাডওয়ার্ড অ্যান্ড ইনিস্টিটিউশন-এর ১৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে এবং এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার রাড়ীর সভাপতিত্বে ও ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা,এলজিএসপি-৩ চাঁদপুরের ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর মো. রিয়াজ উদ্দিন সরকার ও এলজিএসপি’র ডিস্ট্রিক্ট ফেসিলিটের নুর উদ্দিন মামুন।

অনুষ্ঠানে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,ইউপি সদস্য,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads