• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সাঁথিয়ায় সরকারি গাছ কাটা ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০২০

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নিজ ঘরের আসবাবপত্র তৈরির অভিযোগ মামলা দায়ের হয়েছে সাঁথিয়া থানায়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে ১২ নভেম্বর মামলা দায়ের করেন। মামলার নম্বর ১১।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগে জানা যায়, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মির্জা শহিদুল ইসলাম নিজস্ব লোকজন দিয়ে ৩৩ নং মেহেদী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় মেহগনী গাছ কেটে নেন। গাছটিতে ৪০/৪৫ সিএফটি কাঠ আছে যার অনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ শিক্ষা অফিসার হেলাল উদ্দীনকে তদন্তের নির্দেশ দেন। শিক্ষা অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। তিনি তদন্ত শেষে শিক্ষা অফিসারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

উপজেলা শিক্ষা অফিসার হেলাল উদ্দীন জানান, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads