• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৬১ জনকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ৬১ জনকে জরিমানা

  • শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০২০

শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী প্রচার-প্রচারণার পর আজ থেকে মাস্ক পরিধান নিশ্চিতে শ্রীমঙ্গল শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনঘন্টাব্যপি অভিযানে ভ্রাম্যমান আদালত মাস্ক না পরায় ৬১ জনকে ৯ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম মাস্ক না পরার দায়ে ৩৫ জনকে ৬ হাজার ৮০০ টাকা এবং শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নেছার উদ্দিন ২৬ জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করেন।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী,  উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাস উপস্হিত ছিলেন। শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম বলেন, স্বাস্হ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads