• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কলমাকান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫০ পরিবার মাঝে শীতবস্ত্র বিতরণ

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০২০

নেত্রকোনার কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নের তাঁরানগর, কাউবাড়ি, গাজীকোনা, জগন্নাথপুর, চকলেকবাড়ি, বালুচড়া, চেঙ্গী, ফুলবাড়ি, কাঠালবাড়ি, নলচাপড়া, উদাপাড়া, গোপালবাড়ি, লেঙ্গুরা, ভরতপুর সহ প্রায় ১৪ টি গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শীতার্তদের পরিবারের মাঝে "সংযোগের" উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার  (১৮ ডিসেম্বর) সকালে জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের বালুচড়া ক্যাথলিক মিশনে "ফাদার যোসেফ চিসিম(পাল পুরতিত) এর উপস্থিতিতে এসকল কম্বল বিতরণ করা হয়। 

স্বেচ্ছাসেবী সংগঠন।সংযোগ। কানেক্টিং পিপল, সৌহার্দ্য (বুয়েট ব্যাচ ৯৯'র বন্ধুদের গ্রুপ), LINDEX( ইউরোপের বিখ্যাত ফ্যাশন ব্রান্ড) এর অর্থায়নে "রক্তদানে নেত্রকোনা" স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ইউনিয়নের ১৪ টি গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫০ হতদরিদ্র পরিবারের মাঝে এ কম্বল গুলো বিতরণ করেন স্বেচ্ছাসেবীরা।

রক্তদানে নেত্রকোনা পরিবারের স্বেচ্ছাসেবী শেখ অলি আহম্মেদ রনি সাংবাদিকদেরকে জানান,তারা যে কোন ধরনের রোগীর জরুরি রক্ত প্রয়োজন হলে তা দিয়ে যাচ্ছে গত কয়েক বছর ধরেই।

ফেইসবুক গ্রুপে অথবা কারো মাধ্যমে জানতে পারলে ঠিকানা নিয়ে নিজে উপস্থিত হয়ে রোগীকে রক্ত দিয়ে আসছেন তাদের স্বেচ্ছাসেবকরা। শুধু তাই নয় এবার করোনাকালে খাদ্য বিতরণ, বন্যায় খাদ্য বিতরণ,মাস্ক বিতরণসহ জনসচেতনতায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২০ নভেম্বরে শীতের শুরুতেই তারা নেত্রকোণা জেলার  বারহাট্টার ৬টি গ্রামে ১ম প্রজেক্ট এর কম্বল বিতরণ কার্যক্রম করে।

যেহেতু এবার করোনার মহামারী সে কারণেই মানুষকে আগে থেকে শীতের ভয়াবহ থেকে বাঁচাতে খুঁজে গিয়ে দুর্গম এলাকায় পৌঁছে দেয়া হচ্ছে  এ সকল কম্বল। এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কম্বল বিতরণে ওই সেচ্ছাসেবী সংগঠনের মাকসুদুল হাসান জনি, শেখ অলি আহমেদ রনি, মীর মেহেদী হাসান ও সানজিদা রহমান তোরাসহ সকলেই উপস্থিত ছিলেন।

এর আগে ২ সপ্তাহ গ্রামে গ্রামে গিয়ে মিশনের ফাদারের এর সহযোগিতায় সেচ্ছাসেবীরা কম্বল বিতরণের তালিকা সংগ্রহ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads