• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
সাঁথিয়ায় বিএনপি প্রার্থীকে হুমকিসহ পোস্টার ছেঁড়ার অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাঁথিয়ায় বিএনপি প্রার্থীকে হুমকিসহ পোস্টার ছেঁড়ার অভিযোগ

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২০

পাবনার সাঁথিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীকে হুমকি প্রদানসহ পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্য়ালয়ে সাঁথিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

তিনি বলেন, বুধবার রাতে যুবলীগ নেতা মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগ নেতা শেখ মেহেদী হাসান ও মনিরুল ইসলাম বিশুর নেতৃত্বে সাঁথিয়া হাইস্কুলের পাশে, তিনমাথা মোড়ে. পৌরসভার সামনেসহ বিভিন্ন জায়গায় ধানের শীষে প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলেছে। নৌকার প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু তাকে ভোট থেকে বিরত থাকার জন্য হুমকি দিয়েছে। গতকাল তার প্রচার মাইকে বাধা দিয়েছে তারা। এ ব্যাপারে তিনি প্রতিকার চেয়ে নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাঁথিয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুল ইসলাম, পৌর যুবদলের আহব্বায়ক এস এম মাসুদুর রহমান, যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক জীবন আহমেদসহ বিএনপি’র নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads