• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

  • সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২০

পাবনা জেলা মটরপরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদের ডাকা ধর্মঘট বৃহস্পতিবার সন্ধ্যায় প্রত্যাহার করেছে। শুক্রবার থেকে দুর পাল্লার এবং অভ্যন্তরীণ রুটের বাসগুলো যথারীতি আগের নিয়মে চলবে।

পাবনা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় র্ধমঘট প্রত্যাহার করে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

পাবনা জেলা মটর মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়ক দিয়ে পাবনার সকল বাস ঢাকায় যাতায়াত করে। কিন্তু মাঝেমধ্যেই সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক-শ্রমিকরা পাবনার বাস চালক ও শ্রমিকদের মারধর করে। পাবনার বাসগুলোকে তাদের আগে যেতে দেবে না, এমন তুচ্ছ অজুহাতে মাঝেমধ্যেই মারধর করে। গত ২৪ ডিসেম্বর একইভাবে পাবনা এক্সপ্রেসের দুই সহকারীকে মারধর করে তারা।

গত ২৭ ডিসেম্বর পাবনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে বিষয়টির স্থায়ী সমাধান দাবি করেন পাবনার পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে তিনদিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়, এর মধ্যে সমাধান না হলে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেয়া হবে। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

এ সময় হাবিবুর রহমান হাবিব বলেন, আমাদের এই আন্দোলন বা কর্মসূচী সরকারের বিরুদ্ধে নয়। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাস মালিক শ্রমিকদের বিরুদ্ধে। আমরা স্থায়ী সমাধান দাবি করছি। সমাধানের লক্ষ্যে প্রশাসন যেকোনো সময় আমাদের ডাকলে আমরা বসতে প্রস্তুত আছি। সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্দ্যেগে জেলা মটরপরিবহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ ও সিরাজগঞ্জের শাহজাদপুর মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় র্ধমঘট প্রত্যাহার করে জেলা বাস-কোচ মালিক সমিতি ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এ বিষয়টির স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্দ্যেগে আগামী সোমবারে উভয়পক্ষ্যর মালিক শ্রমিক নিয়ে বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

এ সময় পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ, বেড়া ইউএনও ও শাহজাদপুর ইউএনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads