• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
রায়পুরায় ১২ দোকান ও ১টি বসতঘর ভষ্মীভূত, কোটি টাকার ক্ষতি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

রায়পুরায় ১২ দোকান ও ১টি বসতঘর ভষ্মীভূত, কোটি টাকার ক্ষতি

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২১

নরসিংদীর রায়পুরায় মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দী ঘাগটিয়া মোড়ে আগুনে ১২টি দোকান ভষ্মীভূত হয়ে গিয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় মার্কেটের মালিক ও দোকান মালিকরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর ঘাগটিযার মো. হোসেন মিয়া মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এসময় ১২ টি দোকান ও মার্কেটের মালিক মো. হোসেন মিয়ার বসত ঘর (হাফ বিল্ডিং ) আগুনে পুড়ে ছায় হয়ে যায়। খবর পেয়ে রাত ২টায় রায়পুরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ভৈরব ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছু শেষ হয়ে যায়।

মার্কেটের মালিক মো. হেসেন মিয়া জানান, মার্কেটের একটি টিভি মেকানিকের দোকান থেকে আগুনের সূত্রাপাত হয়ে পার্শ্ববর্তী দোকান ও তার বসত ঘরে ছড়িয়ে পরে। ইংরেজী নতুন বছরকে স্বাগত জানানোর আনন্দে এলাকায় অনেক আতশবাজি ফুটছিল। তাই দোকানে বিষ্ফোরণের শব্দ হলেও প্রথমে কেউ বুঝতে পারেনি। তিনি নিজেও সপরিবারে ঘুমিয়ে ছিলেন। পরে লোকজনের ডাকাডাকিতে ঘুম ভেঙ্গে দেখেন ঘরের টিনের চালে আগুন। তারপর এক কাপড়ে ঘরের ভিতরের সবাই দৌড়ে বাহিরে চলে আসেন। মুহুর্তেই সবকিছু ছায় হয়ে যায়। ঘরের ভিতরে থাকা সকল ফার্নিচার , কাপড়, আসবাবপত্র, অলংকার ও নগদ টাকা সবকিছু পুড়ে যায়। এছাড়াও মার্কেটে অবস্থিত উদয় ও সুবলের দুটি সেলুন, ফরহাদ মিয়ার মোবাইলের দোকান, আসাদ মিয়ার টিভি মেকানিকের দোকান, স্বপন বিশ্বাসের স্বর্ণালয়, মো. শফিকুল ও মো. দুলাল মিয়ার দুটি কাঠের দোকান, মো. হারুন সরদার ও রুবেল সরদারের দুটি হার্ডওয়ার দোকান, মো. শফিকুল মিয়ার একটি ওয়ার্কসপ ও একটি ফার্নিচারের দোকান এবং মো. ফুল মিয়ার ফোমের দোকানসহ মোট ১২টি দোকান পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায়।
 ছাই ব্যতিত সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। এ ব্যাপারে ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads