• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
ঝালকাঠির রাজাপুরে খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঝালকাঠির রাজাপুরে খাল উদ্ধার ও খননের দাবিতে মানববন্ধন

  • ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০২১

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে খালগুলো দখলের প্রতিবাদ ও সীমানা নির্ধারণ করে একটি রাস্তাটি নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

আজ রোববার সকালে রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে দুর্নীতি প্রতিরোধ মঞ্চ নামের একটি সংগঠন।

মানববন্ধনে বক্তব্য দেন, শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক মৃধা, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. পাভেজ বাবু, বিআরডিবি রাজাপুর শাখার চেয়ারম্যান আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি দুলাল তেওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা।

মানববন্ধনে বক্তারা উপজেলা সদরের বাজার ও বাইপাস মোড় এলাকার খালের সীমানা নির্ধারণের পর তা খনন করে রাস্তা নিমার্ণের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

মানববন্ধনে উপজেলা সদরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরারর স্মারক লিপি প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads