• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নীতিমালা না মেনে মণিরামপুরে স্কুল ও জনবসতির কাছেই ইটভাটা

  • জাহাঙ্গীর আলম, মনিরামপুর (যশোর)
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০২১

পরিবেশ অধিদপ্তরে নিয়ম নীতি না মেনে এক পাশে স্কুল, অন্য পাশে জনবসতি এর গাঁ ঘেঁষে গড়ে তোলা হয়েছে বন্ড ব্রিকস ইটভাটা। যার কারনে ধুলো আর ধোঁয়ায় শিক্ষার্থী ও এলাকার মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি অবৈধ ভাবে ইটভাটা চালানোর অভিযোগ পরিবেশ অধিদপ্তর জরিমান করার একদিন পর পুনরায় ইটভাটাটি চালু করার অভিযোগও রয়েছে।

সরেজমিন গিয়ে জানা গেছে, ১৯৭২ সালে আটপাকিয়া বেগমপুর স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। তার আগে থেকেই এখানে স্থানীয়দের বসবাস। বছর ১৫ আগে সরকারি কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই এখানে গড়ে তোলা হয়েছে মেসার্স বন্ড ব্রিকস্ নামের ইটভাটা।

আটপাকিয়া বেগমপুর স্বরূপদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধুলা বালির জন্য জানালা খুলতে পারে না। কারন ধুলো আর ধোঁয়ায় তাদের দম বন্ধ হয়ে যায়। জিয়াউর রহমান নামে এক অভিভাবক জানান, আমার মেয়ে এই স্কুলে পড়ে, নিয়মিত ধুলা বালিতে তার শরীর ভরা থাকে। বাড়িতে গিয়ে বলে ধুলোর আস্তরণ পড়ে বই ও জামা নষ্ট হয়ে গেছে। তারপর যান চলাচলের শব্দে কান তালা লাগে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী মৈত্র জানান, অসুবিধা তো অবশ্যই হয়। ইটভাটার পাশাপাশি রাস্তা থেকে প্রচুর ধুলাবালি আসে। সারাদিন গাড়ির শব্দে বাচ্চাদের লেখাপাড়া করতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে।

বন্ড ভাটা মালিক আব্দুল ওদুদ বলেন, ‘সমস্যা তো একটু হয়, তারপরও সকল ভাটা এভাবে তো চলে আসছে। তবে ইটভাটাটি অন্য একটি জায়গায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, এ সকল ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেন, তারা বিষয়টি ভাল বলতে পারবেন।

পরিবেশ অধিদপ্তরের যশোরের উপপরিচালক সাইদ আনোয়ার জানান, গত ২০ডিসেম্বর ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাগজপত্র না থাকায় বন্ড ব্রিকস্কে ৭লক্ষ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তারা কেমনে ইটভাটা চালু করলো সে বিষয়ে তার অজানা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads