• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
শিবালয়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শিবালয়ে করোনা টিকাদান কার্যক্রম শুরু

  • শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২১

শিবালয়ে করোনা ভ্যাকসিনের টিকা প্রয়োগের মাধ্যমে সার্বিক কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য কমপ্লেক্সে কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহল আমিন রিমন, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসিফ ইকবাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণ করেন। পরে অন্যদের টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাংবাদিকদের জানান, প্রথম ধাপে এ উপজেলার জন্য প্রায় ৬ হাজার ভ্যাকসিন বরাদ্দ পাওয়া গেছে। এ যাবৎ প্রায় ১২৬ জন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। এদের মধ্যে উদ্বোধনী দিনে ৬০ জন পুরুষ ও ১৩ জন নারী সব মিলিয়ে ৭৩ জনকে টিকা প্রয়োগ করার জন্য তিনটি টিম কাজ করছে। ভ্যাকসিন গ্রহণকারী কারোও মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন করোনা প্রতিরোধ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আসতে সকলকেই ভ্যাকসিন নেয়ার আহবান জানান।

উল্লেখ্য, এ উপজেলা ১৬০ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মারা যান। বাকিরা সকলেই সুস্থ্য রয়েছেন। গত দু’সপ্তাহের মধ্যে এ উপজেলায় নতুন করে করোনা আক্রান্তের কোন সংবাদ আসেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads