• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
সমাজ সেবিকা থেকে নারী প্রার্থী লুবনা

সংগৃহীত ছবি

সারা দেশ

আখাউড়া পৌরসভা নির্বাচন

সমাজ সেবিকা থেকে নারী প্রার্থী লুবনা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০২১

প্রতিটি মানুষ যার যার মতো করে স্বপ্ন দেখে। কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা জনপ্রতিনিধিসহ নানা কিছু হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে কোন বাধা নেই। নেই কোন তার পরিসীমাও। এর মধ্যে কেউ পারছে স্বপ্ন পুরণ করতে কেউবা চেষ্টায় লিপ্ত আছে আবার কেউ না পারলেও স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হচ্ছে না। জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন কাজী ফাবলিহা জাহান লুবনা নামে এক নারী । তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হয়ে টেলিফোন মার্কা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এ পৌরসভা নির্বাচন। লুবনা পৌর শহরের খড়মপুর এলাকার বাসিন্দা।

লুবনা দীর্ঘ দিন ধরে উপজেলায় বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।এনজিও থেকে শুরু করে বহুজাতিক সংস্থা, প্রতিবন্ধী স্কুল, পথশিশুসহ মানবিক ও সামাজিক কর্মকান্ড ও অসাধারণ দক্ষতা তার রয়েছে। তার সেবার পরিধি বৃদ্ধি করতে তিনি নির্বাচনে নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন। পৌরবাসীর একজন সুযোগ্য জনপ্রতিনিধি হতে যে দক্ষতা ও অভিজ্ঞতার প্রয়োজন ইতিমধ্যে সেই গুণাবলী অর্জন করতে অনেকটাই যেন তিনি সক্ষম হয়ে উঠেছেন। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি! সামাজিক সেবামূলক কার্যক্রমে নিজেকে এতটাই ব্যস্ত রাখায় এখন পযর্ন্ত তিনি বিয়ে করেননি। তার প্রত্যাক্ষ ও পরোক্ষ মানবিক গুনাবলীর জন্য ইতিমধ্যে এলাকায় ভোটারদের ব্যাপক সারা পাচ্ছেন তিনি। স্থানীয় ভোটাররাও তাকে ঘিরে যেন স্বপ্ন দেখছেন।

প্রার্থী লুবনা বলেন তার দীর্ঘ দিনের স্বপ্ন একদিন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হয়ে নির্বাচন করার। সময় সুযোগ তৈরী হওয়ায় তিনি সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন। জিততে পারলে ভাল, না পারলেও দুঃখ নেই। আমার কোনো বাড়তি খরচ নেই। এলাকার লোকজনের ব্যাপক সারা পাচ্ছি। তাছাড়া পরিবারের লোকজনসহ আত্মীয় স্বজনরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। সমাজের লোকজনও অনেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন। আমি ছোট বড় সকলের কাছে দোয়া ও ভোট চেয়ে বেড়াচ্ছি। আমি শতভাগ আশাবাদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

লুবনা হলেন, দ্য নিউ এইজ ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এবং আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেমের আপন ছোট বোন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads