• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
প্রতিপক্ষকে ফাঁসাতে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

প্রতিপক্ষকে ফাঁসাতে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২১

সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলিম মাদরাসায় একটি ঘটনাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ৪ ফেব্রুয়ারির এই ঘটনায় মাদরাসাটির অধ্যক্ষ মোজাম্মেল হক বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি স্থানীয় মমিনুল ইসলামকে প্রধান করে আদালতে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের মধ্যে তিনজন বর্তমান জেলহাজতে রয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, তালা ভেঙে মাদরাসার লাইব্রেরিকক্ষে ঢুকে টেবিলে উঠে প্রধান আসামি মমিনুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানানো ছবি মেঝেতে ফেলে অবমাননা করে। এদিকে, মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন বিবাদীপক্ষ। তাদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে সেদিন মাদরাসা কর্তৃপক্ষ নিজেরাই এসব ভাঙচুর করেন। গতকাল শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সভায় এ দাবি তুলেছেন ভুক্তভোগীরা। বিলুপ্ত ওই ছিটমহলের একটি বাড়িতে প্রতিবাদ সভাটি হয়। সভায় বক্তব্য দেন, মামলার আসামি মমিনুল ইসলাম ও হারুনুর রশিদ। অন্যদিকে, পঞ্চগড় সদর থানার এসআই আব্দুল কাইয়ুম বলেন, ওইদিন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর কোনো ছবি ভাঙচুরের দৃশ্য দেখা যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads