• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
চুরি হওয়া শিশু ৬ ঘন্টায় উদ্ধার করল পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চুরি হওয়া শিশু ৬ ঘন্টায় উদ্ধার করল পুলিশ

  • তুরাগ (উত্তরা)প্রতিনিধি
  • প্রকাশিত ১০ মার্চ ২০২১

রাজধানীর তুরাগ ভাটুলিয়া এলাকার একটি বাড়ি থেকে ৪ মাসের শিশু হারিয়ে যাওয়ার ৬ ঘন্টা পর টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় শিশুটি নিজ বাসা থেকে নিখোঁজ হওয়ার ৬ ঘন্টা পর বিকেল ৫টার দিকে পুলিশ শিশুটিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে উদ্ধার করে।

উদ্ধারকৃত শিশু সুমাইয়া আক্তার সামিহা গাইবান্ধা জেলার আদুরী বেগমের মেয়ে।

শিশুটির মা আদুরী বেগম জানান, রাজধানীর তুরাগ ভাটুলিয়া এলাকার মৃত আজিজের বাড়ির ভাড়াটিয়া স্বামী মো. শাহীন আলমকে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। ঘটনার দিন শিশুটির মা আদুরী বেগম শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে গোসল করতে যায়, গোসল শেষে ঘরে ঢুকে দেখেন শিশুটি নেই। কে বা কারা শিশুটিকে নিয়ে গেছে, অনেক খোঁজার পরও শিশুটিকে না পেয়ে তুরাগ থানায় একটি নিখোঁজের অভিযোগ করা হয়। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ অনেক খোঁজাখুঁজির পর টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে তুরাগ থানার এসআই জাহিদ জানান, নিখোঁজের খবর পেয়ে তুরাগ থানা পুলিশের সদস্যরা শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে।

টঙ্গী পূর্ব থানার এসআই শেখ সজল হোসেন জানান, পুলিশের কাছে খবর আসে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে অজ্ঞাত নামা এক নারী শিশুটিকে রোগীদের কক্ষে ফেলে রেখে যায়। হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী তহিদুল ইসলাম হৃদয় শিশুটিকে টঙ্গী পূর্ব থানা হস্তান্তর করে। নিখোঁজ শিশুটিকে তুরাগ থানা পুলিশ এবং শিশুটির পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads