• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
লামায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে বন বিভাগের চেক বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লামায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে বন বিভাগের চেক বিতরণ

  • লামা (বান্দরবান) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ মার্চ ২০২১

মুজিব শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বান্দরবানের লামা বন বিভাগ কর্তৃক হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে অনুদান(চেক) প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এই অনুদানের চেক দেয়া হয়।

বন বিভাগের সূত্রে জানা যায়, লামা উপজেলার সরই ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দেয়া হয়েছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ, বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়ছার, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উল আলম, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন, মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, বেলাল আহমদ, নরুল করিম আরমান সহ প্রমূখ।

বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়ছার বলেন, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। হাতির চলাচল করিডোর নষ্ট হওয়ায় হাতি গুলো লোকালয়ে চলে আসছে। হাতির জন্য অভয়ারণ্য প্রয়োজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads