• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
পর্যটকশূন্য কক্সবাজার সমুদ্রসৈকত

সংগৃহীত ছবি

সারা দেশ

পর্যটকশূন্য কক্সবাজার সমুদ্রসৈকত

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০২১

করোনার সংক্রমণ ঠেকাতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় পর্যটকশূন্য হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। গতকাল শুক্রবার থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সমুদ্রসৈকতে পর্যটকদের ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জরুরি প্রয়োজনে কক্সবাজারের হোটেল-মোটেলে স্বাস্থ্যবিধি মেনে অতিথি থাকতে পারবেন বলে নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে।

সারা দেশের মতো করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানতে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজারেও। ফলে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে গতকাল সকাল থেকে কোনো পর্যটককে সমুদ্রসৈকতে নামতে দেয়নি স্থানীয় প্রশাসন। সরেজমিন দেখা গেছে, কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে সব জায়গা পর্যটকশূন্য হয়ে পড়েছে। আর পর্যটক না থাকায় সৈকতের দোকানপাটও বন্ধ রয়েছে। তবে এদিনও দূর-দূরান্ত থেকে কিছু পর্যটক কক্সবাজারে এসেছেন।  সৈকতে নামতে না পারলেও সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা। রাজধানী ঢাকা থেকে আসা এক দম্পতি বলেন, অনেক দূর থেকে ভ্রমণের জন্য এসেছি। কিন্তু সৈকতে নামতে না পারার দুঃখ ভুলতে পারছি না। অবশ্য জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত যুযোপযোগী।

আরেক পর্যটক জানান, তিনি চট্টগ্রাম থেকে এক দিন আগে পরিবার নিয়ে কক্সবাজারে এসেছেন। এখানে পৌঁছে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কথা জানতে পেরেছেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুজ্জামান জানান, করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ বাস্তবায়নে শুক্রবার সকাল থেকে কাজ করছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ও কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা। সৈকতের বিভিন্ন সড়কের প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। পর্যটকদের সরে যেতে এবং করোনা বিষয়ে সচেতনতা বাড়াতে করা হচ্ছে মাইকিং।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন,  দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের কারণে কক্সবাজারে করোনার ঝুঁকি একটু বেশিই। তাই গত এক সপ্তাহ ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ থেকে শুরু করে নানা সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এর পরও করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সমুদ্রসৈকতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের কাছে একটি নির্দেশনা পৌঁছায়। এতে কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads