• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
পঞ্চগড়ে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পঞ্চগড়ে লকডাউনের প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০২১

সারা দেশের ন‍্যায় পঞ্চগড়েও শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। তবে প্রথমদিনে লকডাউনের প্রতিবাদে ও দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। সোমবার বিকেল ৬ ঘটিকার সময় পঞ্চগড় শেরেবাংলা পার্কে দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।

এ সময় ঘন্টাব‍্যাপী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও  নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে ধাক্কাধাক্কি হয় ব‍্যাবসায়ীদের। পরে  ব্যবসায়ীদের সাথে কথা বলে আন্দোলন থেকে ঘরে ফেরার নির্দেশ দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন । এরপর তারা আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যান তারা । 

ব্যবসায়ী নেতারা জানান,  কিছু দোকান খোলা থাকার কারণে ভ্রাম্যমাণ এসে জরিমানা শুরু করে এবং অপমান অপদস্ত করলে আমাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এতে আমরা বিক্ষোভ করতে বাধ্য হই। ম্যাজিস্ট্রেট আন্দোলন স্থগিত করে দিলেও তবে দাবি মানা না হলে আবারও আন্দোলনে যাবেন বলেও জানান তারা।

ব্যবসায়ীরা আরও জানান, গত বছর লকডাউনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামনে রমজান মাস। ব্যবসা করার মৌসুম। এসময় দোকানপাট বন্ধ থাকলে তারা বড় ক্ষতির মুখে পড়বেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার দাবিও জানান তারা।

পঞ্চগড়  নির্বাহী ম্যাজিস্ট্রেট  আরিফ হোসেন বাংলাদেশের খবরকে বলেন, সরকারের সিদ্ধান্ত অমান্য করে ব্যবসায়ীরা দোকান খুলতে চান। করোনা নিয়ন্ত্রণে আনতে সবাইকেই সরকারের সিদ্ধান্ত মানতে হবে। শপিং মল খোলা রাখার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads