• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
বাঁশের সাঁকো ১০ গ্রামবাসীর ভরসা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বাঁশের সাঁকো ১০ গ্রামবাসীর ভরসা

  • আব্দুল কুদ্দুস, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০২১

একটি সেতুর জন্য ভোগান্তিতে পড়েছেন দশ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। পাকা সেতু না থাকায় ১০ কিলোমিটার ঘুরপথে বাড়ি যেতে হয় স্থানীয়দের। এদিকে ভোটের সময় জন প্রতিনিধিরা কথা দিলেও ভোটের পর সেটি বেমালুম ভুলে যান তারা। এমন কথাই জানালেন উপজেলার খুকনি ইউনিয়নের ঘাটাবাড়ি গ্রামের বহু মানুষ।

উপজেলা নতুন ঘাটাবাড়ি গ্রাম থেকে খুকনি ইউনিয়ন পরিষদে যাওয়ার একটি মাত্র রাস্তা। ইউনিয়ন পরিষদে যেতে করতোয়ার নদীর বাঁশবাড়িয়া খাল পাড়ি দিতে হয়। নতুনঘাটা বাড়ি গ্রামসহ ১০টি গ্রাম তাঁতশিল্প এলাকা। সবার জন্য একমাত্র রাস্তা এটি।

জানা গেছে, ব্যক্তি উদ্যোগে খালের ওপর তৈরি একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে দশটি গ্রামের ৩০ হাজার মানুষ। সাঁকোটির দক্ষিণে কাইজা, সড়াতৈল, রূপসী, চেংটার চড়, বাঁশবাড়িয়া, উত্তরে খুকনি ও ঝাউপাড়া গ্রাম অবস্থিত। সাঁকোটি অপেক্ষাকৃত সরু হওয়ায় এক পাড়ের মানুষ পারাপার হওয়ার সময় অন্য পাড়ের মানুষকে অপেক্ষা করতে হয়।

নতুন ঘাটাবাড়ি গ্রামের বাসিন্দা কোরবান আলী বলেন, খুকনি বাজার থেকে রিকশা-ভ্যানে পণ্য আনতে গেলে আমাদের ১০ কিলোমিটার রাস্তা ঘুরে গন্তব্য পৌঁছাতে হয়, এতে করে অর্থ ও সময় দুই ক্ষতি হচ্ছে।

এ ব্যাপারে খুকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁন বলেন, বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সভায় একাধিক বার আলোচনা হয়েছে। এমনকি স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনকে অবগত করা হলে তিনি বলেন, খুব দ্রুত সময়ে সেতু নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads